ভয়ংকর হয়ে উঠছে ইংল্যান্ড’জুটি নড়াতে পারছেনা শাকিব-তাসকিনরা

ক্রিয়া প্রতিবেদকঃ ভয়ংকর হয়ে উঠেছে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি।  ১৩-৩ ওভারেই ছুঁয়েছে তিন অংকের ঘর। উভয় ওপেনার তুলে নিয়েছেন ফিফটি, ইংলিশ’রা পেয়ে গেছে বড় সংগ্রহের জুটি। এখন পর্যন্ত দুর্ভেদ্য এই জুটি নড়াতে পারছে না সাকিব-তাসকিনরা।

গত কয়েক বছরে পেস আক্রমণ দিয়ে আলোচনায় উঠে আসা পেসাররা যেন তালগোল পাকিয়ে ফেলেছেন বিশ্বকাপে এসে। আফগানিস্তানের বিপক্ষে স্পিনাররা সফল হলেও আজ যেন সর্ষেফুল দেখছেন চোখে।

ডেভিড মালান যেন একটু বেশীই বিধ্বংসী। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে অপরাজিত আছেন ৫১ রান নিয়ে। বেয়ারেস্টোও কম যান না, ৫৪ বলে ছুঁয়েছেন ফিফটি। দুই ওপেনারের দারুণ যুগলবন্দীতে ইংলিশদের সংগ্রহ ১৬ ওভারে ১০২ রান।

এর আগে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহর পরিবর্তে একাদশে আসেন শেখ মেহেদী হাসান। তবে তিনিও এখন পর্যন্ত নিজের কার্যকরিতা প্রমাণ করতে পারেননি।