কাশিয়ানীতে স্থানীয় সরকার দিবস পালিত

শেখ পারভেজ কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃ স্থানীয় সরাকার দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে রোববার ১৭ সেক্টেম্বর বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়। সদর থেকে একটি বর্ন্যাঢ র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা হল রুমের সামনে এসে শেষ।

উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। উপজেলা প্রকৌশলী মোঃ মোরাশেদ আলম, প্রাণী সম্পদ অফিসার পৃথ্বিজ কুমার,প্রকৌশলী এমএম মাহাবুব আলম, প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মিরান মিয়া।চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথুর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, চেয়ারম্যান মোঃ এনামুল হক মিরাজ,চেয়ারম্যান আন্জুরুল ইসলাম ,চেয়ারম্যান হাজী কাজি নওশের আলী,ইউপি সদস্য মোঃ মোস্তাফা কামাল,সদস্যা মোসাঃ রওশন আরা বেগম প্রমূখ। বক্তারা আলোচনা সভায় গত ১৫ বছরের উন্নায়ন তুলে ধরেন।