জাবিতে ধ্বনির আয়োজনে চার দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু হচ্ছে কাল

জাবি প্রতিনিধিঃদ্রোহের ঘ্রাণে প্রাচীর ভাঙো, উড়তে দাও শব্দফড়িং”স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব-২০২৩’। সদ্যপ্রয়াত কবি মোহাম্মদ রফিক স্মরণে এ উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অমর একুশের পাদদেশ থেকে আনন্দ মিছিলের মাধ্যমে পর্দা উঠবে এবারের উৎসবের। আগামী ২২ সেপ্টেম্বর গুণীজন সম্মাননার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে। উৎসবের পরিবেশনাগুলো প্রতিদিন সন্ধা ৭ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হবে।উৎসবের দ্বিতীয় দিন ধ্বনি’র প্রযোজনায় এবং মাহাজাবিন সাওদা জাহানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘তোমার আমার এই যুদ্ধক্ষেত্রে’ পরিবেশিত হবে। এছাড়াও এদিন একক আবৃত্তি করবেন মাহমুদা আখতার ও শিমুল সালাহউদ্দিন। তৃতীয় দিন স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রযোজনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং কবি মোহাম্মদ রফিক স্মরণে স্মৃতিপাঠ ও নিরবতা পালন অনুষ্ঠিত হবে। এছাড়াও এবছর উৎসবের শেষদিন প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক আকিমুন রহমানকে গুণীজন সম্মাননা প্রদান করবে সংগঠনটি।ঢাকা ডেইলিকে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন ধ্বনির সভাপতি ইমরান শাহরিয়ার