ইতিহাস গড়লো”যুবদল ঢাকা মহানগর দক্ষিন

এনায়েত আকনঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সরকারের পদত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুগপৎ ধারার আন্দোলনের ১ দফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র বিক্ষোভ সমাবেশে শোডাউন ও সর্বোচ্চ উপস্থিতে ইতিহাস গড়লো যুবদল ঢাকা মহানগর দক্ষিনে নেতাকর্মীরা।

১৫ সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য-সমাবেশে নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব  রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে ঢাকা মহানগর দক্ষিণের ২৪ টি থানা এবং ৭৫ টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এই সময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবি সম্বলিত ব্যাপক ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখর থাকে।

উক্ত সমাবেশ থেকে ঢাকা ডেইলির প্রতিনিধিকে সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায়, “আমরা বাংলাদেশে এমন এক সময় গনতন্ত্র দিবস পালন করছি যখন এই দেশে গনতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে এসেছে। এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে হত্যা করেছে। উচ্চাদালতের আদেশ মানছে না নিম্ন আদালত এবং পুলিশ লীগ। তিনি প্রত্যায় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

তিনি আরো প্রত্যায় ব্যাক্ত করেন যে,”ইনশাল্লাহ অচিরেই এই অ’গণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অ’সাংবিধানিক, মাফিয়া সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।”