চাকরির পিছনে না ছুটে,কনা হয়েছেন সফল ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট:ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক সম্পন্ন করে চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার ইচ্ছা জাগে শরিফা আক্তার কনার। নিজের ফ্যাশন ডিজাইনের জ্ঞান কাজে লাগিয়ে চালু করেন ড্যাজেল ব্লু নামের প্রতিষ্ঠান। জানিয়েছেন, তিনি শুধু ব্যবসায়ী নন, একজন শিক্ষকও।

১০ বছর আগের কথা। কনা জানালেন, তাঁর প্রতিষ্ঠানটির কাজের পরিধি এখন অনেক বেড়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থান। শুধু ব্যবসাই নয়, কনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায়ও যুক্ত।

সফল এই নারী উদ্যোক্তা বলেন, উদ্যোক্তা হওয়ার শুরুটা সহজ ছিল না। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়ার অনিশ্চয়তা তৈরি হয়। তবু স্বপ্ন দেখা ছেড়ে দেননি।
পরিবার–সংসার সামলে ব্যবসা চালিয়ে যাওয়াটা কঠিন। কিন্তু সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে এটি সম্ভব।

কনা জানিয়েছেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই ড্যাজেল ব্লু মেয়েশিশুদের পোশাক নিয়ে কাজ করা শুরু করে। আমাদের দেশে মেয়েশিশুদের পোশাক অধিকাংশ ক্ষেত্রেই দেশের বাইরে থেকে আনা হয়। দেশীয় ডিজাইনে মেয়েশিশুদের পোশাকের চাহিদা দেশে অনেক। সেই চাহিদা পূরণ করতে দেশেই মেয়েশিশুদের আরামদায়ক পোশাকের ডিজাইন, কোয়ালিটি নিয়ে কাজ করছে আমার প্রতিষ্ঠান।’

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের গল্প বলতে গিয়ে কনা বলেন, ১০ বছরে ৪০ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তিনি। মেয়েশিশুদের পোশাকের চাহিদা পূরণে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে ড্যাজল ব্লু। তাঁদের দুটি আউটলেট আছে উত্তরায়। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম তো আছেই। মেয়েশিশুদের পোশাক রপ্তানি করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

উদ্যোক্তা হতে হলে কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ অত্যাবশকীয় বলে মনে করেন কনা। সফল উদ্যোক্তা হওয়ার পথে বাধা অতিক্রম করে ধৈর্য, শক্তি, সাহস, বিশ্বাস আর সততা দিয়ে স্বপ্নপূরণ করা সম্ভব বলে বিশ্বাস তাঁর।

Sharifa Akter Kona
Fashion Designer & CEO of
Dazzle Blue