ফুটপাতে অজ্ঞাত জমজ নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাবি প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার এলাকার আনোয়ার পাশা ভবনের সামনের ফুটপাতে থেকে অজ্ঞাত যমজ নবজাতকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সিমেন্টের ব্যাগের ভেতর থেকে অচেতন অবস্থায় একদিনের যমজ নবজাতক উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কে বা কারা এ কাজটি করেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি শনাক্তের চেষ্টা চলছে। ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।