আক্কেলপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শিশুসহ আহত-৩০

নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনি নামক স্থানে আক্কেলপুর টু বগুড়া সড়কের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাস থেকে শিশুসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকৎসা দেওয়া হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টার দিকে আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস ভিকনি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্সের লিডার আমির আলী। আর বাসটি যেহেতু উল্টে আছে পানির মধ্য বাসটি না উল্টানো পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে  ৯ টার দিকে আক্কেলপুর টু বগুড়া সড়কের বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে একটি ট্রাককে সাইট দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে পাশাপাশি উদ্ধার কাজও চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।
গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন আর আহতদের উদ্ধার করা বিভিন্ন হাসপাতালে চিকৎসা দেওয়া হচ্ছে।
আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আমির আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যেহেতু বাসটি খাদের মধ্যে উল্টে আছে। বাসটি উল্টিয়ে দেখা না পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে উপজেলার ভিকনি নামক স্থানে পৌছে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে উল্টে থাকতে দেখি। আহতদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন যাত্রী নিহত নিহত হয়নি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। পুলিশি তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।