জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার-ইন-কাউন্সিল ২০২২-২৩ এর দায়িত্ব হস্তান্তর এবং নবীন দীক্ষা প্রাপ্ত রোভার সহ বিগত কাউন্সিল দায়িত্ব পালনকারী রোভারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ২৬ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড.মো.ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশের সর্বোচ্চ প্রসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী এবং সুশৃঙ্খল একটি স্কাউট গ্রুপ। যারা দেশের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আসলে শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা না থাকলে একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। পৃথিবীর উন্নত দেশগুলোত সহশিক্ষা বাধ্যতামূলক। আমরা আশা করি ভবিষ্যতেও জবি রোভার স্কাউট গ্রুপ দেশে সেবায় এবাবে কাজ করে যাবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড.মোস্তাফা কামাল। রোভার স্কাউট লিড়ার অধ্যাপক ড.আবুল কালাম আজাদ, কাজী ফারুক হোসেন এবং জনাব সাদিয়া আক্তার ।
জবি রোভার-ইন-কাউন্সিলের ২০২২-২৩ এর সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক (অদন) এর সঞ্চালনায় এবং রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.মো.মনিরুজ্জামান খন্দকার সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড.মো.মনিরুজ্জামান খন্দকার বলেন, আমাদের জবি রোভার স্কাউট গ্রুপ দেশের সুনামধর্ন্য একটি রোভার স্কাউট গ্রুপ। দেশের স্কাউট জগতে এটি একটি সম্মানের নাম। আমাদের রোভাররা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে সুনামের সাথে অংশগ্রহণ করে দেশ ও জাতীয় সেবায় নিয়োজিত থাকে। আমাদের রোভারিং কার্যক্রমে আমাদের মাননীয় উপাচার্য সর্বাত্বক সহযোগিতা করে থাকে এজন্য আমার স্যারের কাছে কৃতজ্ঞ।