জহিরুল আলম রুমি বামনা(বরগুনা)প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ বামনা-পাথরঘাটা ও বেতাগী সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ.বি.এম গোলাম কবির আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৯ম সাব সেক্টর হেডকোয়াটার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করে বুকাবুনিয়া, ডৌয়াতলা, রামনা ও বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং উপজেলার বিভিন্ন হাটবাজারে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গণ সংযোগ শেষে বিকেল ৪ ঘটিকায় বামনা প্রেসকাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিল বামনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, বেতাগী জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির ।
বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সৈয়দ আব্দুস শুক্কুর কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন লাভলু সুমন, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন খান নয়ন, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সহ আওয়ামীলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
এ সময় তিনি বলেন, আমার প্রায়ত পিতা একজন বীরমুক্তিযোদ্ধা ও বেতাগী আ’লীগের সাবেক সভাপতি, ছিলেন তার ই উত্তোরসরী হিসেবে বেতাগী ছাত্রলীগের সভাপতি ও আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ধারাবাহিকতায় বেতাগী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বেতাগী পৌরসভাকে প্রথম শ্রেণিতে রুপান্তর করেছি আমি ইতিপূর্বে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আমি সাক্ষাত করেছি, তিনি আমাকে আশ্বস্ত করে জানান মাঠে গিয়ে কাজ করতে। ধারই ধারাবাহিকতায় আমার বিশ্বাস আমি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে বামনা-বেতাগী ও পাথরঘাটা অবহেলিত জনপদের মনোনয়ন আমাকে দিবে।
আমি পেলে বামনা-বেতাগী ও পাথরঘাটা অবহেলিত জনপদকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করতে আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি, আরও বলেন আমি ছাড়া মনোনয়ন যাকে দিবে তার সাথে আমি এবং আমার বেতাগী উপজেলা আওয়ামীলীগ তার সাথে কাজ করবো।