বিএনপি-যুবদল সহ ৩৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা,গ্রেপ্তার ১৫

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বিএনপির পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির ৩৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি করে। পরে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান এ তথ্য জানান। মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জনের নাম উল্লেখ করে ২০০-৩০০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীকে আসামি করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার শহরের সার্কিট হাউস সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন দলের নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন এবং ইট ছোড়েন। তাঁরা বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হন। তাঁদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দেয়, লাঠিপেটা করে। তাতে ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।