লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায়

এরশাদ আলম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার  (৩১ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উল্যাহ। তিনি জানান পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্য-সামগ্রী মজুদ করে উচ্চহারে মূল্য আদায়ের চেষ্টা করছে। উপজেলা প্রশাসন এহেন অসাধু প্রবণতা প্রতিরোধে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বটতলী মোটর ষ্টেশনে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন  অপরাধে ৭ দোকানীকে ৭ টি মামলায় সর্বমোট ৪৯ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, এসআই সত্যজিৎ , উপজেলা পরিষদের সিএ রুবেলসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।