ভারতের আলিপুর জেলখানা এখন আলিপুর মিউজিয়াম

শামসুল আলম টগর:  ভারতের আলিপুর জেলখানা এখন আলিপুর মিউজিয়াম।
দীর্ঘদিন জেলখানাটি পরিত্যক্ত পড়ে থাকার পর এটিকে মিউজিয়াম করা হয়। কয়েক মাস হলো এটি সর্বসাধরণের  জন্য খুলে দেয়া হয়েছে।
ভারতের কলকাতা প্রেসক্লাবের আমন্ত্রণে বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক সালাহউদ্দিন মোঃ রেজার নেতৃত্বে একদল সাংবাদিক সেখানে সফরকালে এসব ঐতিহাসিক  স্হাপনাগুলো সরেজমিন পরিদর্শন করেন এবং প্রাচীন ইতিহাস সম্পর্কে অবহিত হন।
আলিপুর জেল খানায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে কারাবরন করতে হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন নেতাজী সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন মোহন সেন গুপ্ত।
বৃটিশ সরকার রাজনৈতিক নেতৃবৃন্দকে যে সকল নির্জন কক্ষ, সেল ও কনডেম সেলে রেখেছিল আলিপুর জেলে খানার ঐ সকল কক্ষ সংরক্ষণ করা হয়েছে। এতে ফাঁসির মঞ্চ রয়েছে।। উদ্দীপনামূলক গান পুরো যাদুঘর জুড়ে বাজানো হয়। পুরো জেলখানাকে বৃটিশ কর্তৃক নির্যাতনের আবহ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং তথ্যসম্বলিত স্হাপনাগুলো যুগের পর যুগ ইতিহাসের প্রত্যক্ষ্য সাক্ষী।