কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক গাঁজাসহ আটক ২

মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ :
তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর সাকিনস্থ চট্রগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে প্রাণ কোম্পানীর ডিপোর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ২৮/০৩/২০২৩খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকার সময় ঢাকা-মেট্রো-চ-১৩-৫৯৩২ রেজিঃ নাম্বারের কালো রংয়ের হাইস গাড়ী সন্ধেহ জনকভাবে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটি আটক করে। উপস্থিত লোকজনের সামনে উক্ত আটক হাইস গাড়ীটি তল্লাশী করে। তল্লাশীকালে গাড়ীর  ভিতরে হতে ১০০ (একশত) কেজি গাঁজা উদ্ধার পূর্বক হাইস গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম- ১। মোঃ নজির (২৩), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- সালেহা বেগম, গ্রাম- কাঠঘর, গ্রাম- রামরায়গ্রাম, ২। মোঃ আলী মর্তুজা ফাহাদ (২৩), পিতা- শাহ আলম, মাতা- ফরিদা বেগম, গ্রাম- কাঠঘর, উভয় থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।
উক্ত মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এসআই মোঃ রেজাউল করিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৫৪ , তারিখ-২৮/০৩/২০২৩ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ) রুজু করা হয়।
মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে পুলিশ সুপার, কুমিল্লা নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।