শামসুল আলম টগর: চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ি উপজেলার মধ্য-হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন, শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, অবিভাবক সমাবেশ ও ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক কাজী আহসান ইকবাল মনজু`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অবিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা সুফি ভাবাদর্শের গবেষক ও লেখক শাহেদ আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান সরোয়ার আজম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ এম শামসুদ্দিন, প্রাক্তন ছাত্র রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বি, যুবলীগ সভাপতি সেকান্দর হায়দার, সাবেক যুবলীগ সভাপতি মোহাম্মদ করিম, বিদায়ী প্রধান শিক্ষক শাহীন আরা বেগম ও সহকারী শিক্ষক দিলরুবা আক্তার।
অনুষ্ঠান সঞ্চলনায় সহকারী শিক্ষক নার্গিস জাহান ও মো. শাহেদ। ছাত্র ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জীবনকে মানুষের মতো মানুষ গড়ার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে সভাপতির বক্তব্যে কাজী আহসান ইকবাল মঞ্জু বলেন, স্কুলে শিক্ষকদের দেয়া পড়ালেখাগুলো বাড়ীতে সূচী ও নিয়ম করে একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। না বুঝলে পরিবারের অন্যান্য সদস্য বা আশেপাশের বড়দের কাছ থেকে কিংবা পরদিন স্কুলে শিক্ষককের কাছ থেকে পুনরায় জেনে নিতে হবে। এভাবে অব্যাহত চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে শিশুদের স্মৃতির বিকাশ ঘটে।
সাংবাদিক নেতা মহসীন কাজী বলেন, ছাত্রছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া-সাংস্কৃতিক ও নানা বিনোদনমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। মূল্যবোধ, শৃঙ্খলা, সময়ের প্রতি গুরুত্ব, নৈতিকতা শিক্ষা এবং জীবনবোধ সৃষ্টির জন্য এ গূণাবলিগুলো অত্যাবশ্যক।
তিনি বলেন, এখন বিজ্ঞানের যুগ, তথ্য-প্রযুক্তির যুগ এবং হাতে-কলমে শেখার যুগ। তাই এ চাহিদাগুলোকে সামনে রেখে শিক্ষকদের পাঠদানসহ সার্বিক শিক্ষা-দানে আরও আন্তরিক হতে হবে। এলাকার প্রতিটি বাড়ীকে ছায়া বিদ্যালয় বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ীতে সুষ্ঠুভাবে পড়ালেখার পরিবেশ না থাকলে শিশুদের ভালো ও সুস্থ জীবন গড়ে ওঠে না। তাই অবিভাবকদেরকেও এ বিষয়ে যত্নবান হওয়ার আহ্বান জানান।
১৭ মার্চ ২০২৩ তারিখ (শুক্রবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খোদেজা খাতুনে জান্নাত, সহকারী শিক্ষক নার্গীস জাহান, বেলাল উদ্দিন, মোহাম্মদ শাহেদ, মিথুন বড়ুয়া, তুষ্টি বড়ুয়া, নওরীন ম্যাডাম প্রমুখ।