নিজস্ব প্রতিবেদক :দেশের ৫ সিটি কর্পোরেশন গাজীপুর,বরিশাল, খুলনা,রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচ বছরের জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হয়।অন্যদিকে দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়।
গত ২৫ মে গাজীপুরে, ১২ জুন বরিশাল ও খুলনা সিটির ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয় ২১ জুন…।