এস.এম.আল ইমরান:আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করবে বিএন’পি।এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটর পর্যন্ত বিএন’পির উদ্যোগে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র্যালির সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আবেদনে উল্লেখ আছে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র্যালিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য ডিএমপি কমিশনারকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।