জাবি প্রতিনিধি:ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-৫ (হেমায়েতপুর থেকে ভাটারা) নির্মাণকাজ উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
উক্ত পোস্টে বলা হয় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী MRT Line-5: Northern Route এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। এটি ঢাকা মহানগরীর প্রথম পূর্ব-পশ্চিম এমআরটি করিডোর এবং পাতাল ও উড়াল সমন্বয়ে দ্বিতীয় মেট্রোরেল। বাংলাদেশের তৃতীয় মেট্রোরেল লাইন।
জানা যায়
সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এ মেট্রো রেলে থাকবে ১৪টি স্টেশন।,