হাজীগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার পার্টি

মজিব পাটোয়ারী:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সোনাইমুড়ী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
হাজীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, মোস্তফা খাঁন সফরী,  চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস বদিউল আলম খান ও মো: মোশাররফ হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দেড় হাজার নেতাকর্মী অংশ নেয়।