মোঃসাইফুল ইসলামঃ ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন ও বিএন’পির ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ২টি স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা চলমান অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ’এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর আরামবাগ মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরামবাগ মোড় পর্যন্ত এই মশাল মিছিল হয়।
মিছিল আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।
এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।