স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট জেনারেশন, চট্টগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ কালে জেলা প্রশাসক

শামসুল আলম টগর:  চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট জেনারেশন। আজকের শিক্ষার্থীরা স্মার্ট জেনারেশন তৈরির অন্যতম মূল কারিগর।
 ২০৪১ সালে স্মার্ট শিক্ষার্থীদের হাতেই বিনির্মাণ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, এজন্য তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে উন্নত করার কোন বিকল্প নেই।
 ৩০ মার্চ ২০২৩ তারিখ  (বৃহস্পতিবার) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীন ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান অফিস অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি মুসলিম হাই স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় সমগ্র চট্টগ্রাম জেলায় মোট ৯ হাজার ৮৬৭ জন মেধারী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হবে।
জেলা প্রশাসক বলেন, আজকের শিক্ষার্থীরা আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের চেয়ে কোন অংশে কম নয়। গ্রাম থেকে শহর, সকল পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, যারা মুখস্থ-বিদ্যার ওপর নির্ভর না করে প্রচলিত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ক্লাব, রোবোটিকস, স্কাউটিং, ডিবেটিংসহ বিভিন্ন  ক্রীড়া ও  সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করবে তারাই রুচিশীল ও মার্জিত আচরণের মাধ্যমে গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ। তথ্য প্রযুক্তি মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্মার্ট জেনারেশনকে হতে হবে আরও সচেতন। সকল প্রকার মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ পরিহার করে গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তাহলেই স্মার্ট জেনারেশনের  হাত ধরেই স্মার্ট বাংলাদেশের প্রথম উপাদান স্মার্ট সিটিজেন নিশ্চিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান ও সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আকতার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।