জহিরুল ইসলাম শিবলু:
দুস্থ ও অসহায়দের জন্য ১০ টাকায় ইফতার বিক্রি করছে লক্ষ্মীপুরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম রমজান থেকেই এ কার্যক্রম শুরু করেছে সংগঠনগুলো।
স্বেচ্ছাসেবীরা জানান, এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে লক্ষ্মীপুরে। শহরের চকবাজার, উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী ও ঝুমুরসহ বিভিন্ন এলাকায় ১০ টাকা মূল্যের এই ইফতার বিক্রি করা হয়। ইফতারিতে থাকছে মুরগির বিরিয়ানি, ডিম, সালাদ, খেঁজুর ও পানি। এসব ইফতার পেয়ে রিকশা শ্রমিকসহ দিনমজুরদের মুখে ফুটেছে হাসি।
স্বেচ্ছাসেবীরা আরও জানান, ১০ টাকা মূল্যে প্রথম রমজান থেকে প্রায় ১৫০ প্যাকেট ইফতার বিক্রি করেছেন তারা। তবে এর মধ্যে যাদের ১০ টাকা দিতেও সমস্যা হচ্ছে, তাদেরকে বিনামূল্যে ইফতারের প্যাকেট দেওয়া হচ্ছে। ৭ম রমজানের জন্য ১৫০ প্যাকেট ইফতার তৈরি করা হয়েছে। আসরের পরপরই এসব ইফতার বিক্রি করতে রাস্তায় নেমে পড়েন স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিচয় ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আজিজুর রহমান আরজু, আজিম হোসেন ও আলমগীর হোসেনের উদ্যোগে ইফতার বিক্রির এ কার্যক্রম চলছে।
স্বেচ্ছাসেবী সংগঠক আজিজুর রহমান আরজু জানান, প্রতিদিন বিকেল থেকে ভিক্ষুক, দিনমজুর, সবজি বিক্রেতা, রিকশাচালক ও দুস্থদের মধ্যে তারা ইফতার বিক্রি করেন। যাদের সামর্থ্য আছে, তাদের কাছ থেকে ১০ টাকা নেন, আবার যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যে ইফতারের প্যাকেট দেওয়া হয়।
১০ টাকা করে নেওয়ার কারণ হিসেবে তারা জানান, কেউ ১০ টাকা দিলে সে টাকাটা পরের দিনের ইফতার আয়োজনে কাজে আসে। তাতে ইফতার দেওয়ার মতো ভালো কাজে তিনিও শরিক হতে পারছেন।
তারা জানান, প্রতিদিন দেড়শ লোকের জন্য তারা ইফতারের আয়োজন করেন। নিজেদের উদ্যোগে বিরিয়ানি রান্না করে প্যাকেট করে প্রতিদিন ইফতারের আগে নির্দিষ্ট এলাকার উদ্দেশে বেরিয়ে পড়েন। ইফতার তৈরিতে যে খরচ হয়, তা তারা বন্ধুরা মিলে যোগান দেন৷ কয়েকজন প্রবাসীও এ উদ্যোগ দেখে তাদের সহযোগিতা করছেন৷
রিয়াদ হোসেন বলেন, রমজান মুসলিমদের জীবনে মহিমান্বিত একটি মাস। এ মাস আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে বলা আছে, ইফতার যেন একা করা না হয়। এজন্য আমরা চাচ্ছি সকলকে সঙ্গে নিয়েই ইফতার করতে। কিন্তু পথেঘাটে অবস্থান করা দিনমজুর, রিকশা শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ভালো মানের ইফতার করতে পারছে না। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি তাদের কাছে ইফতার পৌঁছে দিতে। পুরো রমজান জুড়েই আমাদের এ কার্যক্রম চলবে।