স্বাধীনতা দিবসে অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্টঃ মহান স্বাধীনতা  দিবস উপলক্ষ্যে অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান পিন্টুর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খায়রুজ্জামান পিন্টু বলেন,বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।তার নেতৃত্বে দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে তিনি ঐক্যবদ্ধ। শিক্ষা ক্ষেত্রে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থাপনা গড়তে চাই, যে শিক্ষার মধ্য দিয়ে সমতাভিত্তিক এবং অধিকারের সমাজ সৃষ্টি হবে।’
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক
মোঃ কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জীবন,সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মীর আবদুল্লাহ আল মাহাবুব উল্লাস,সহ প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।