সাভার প্রতিনিধি:ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী (আয়াকে) মারধর করায় যুবদল নেতা গ্রেফতার।
রোববার সকালে সাভারের মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
মারধরের শিকার মোসা. আম্মাজান (৬০) মজিদপুর এলাকার দ্বীপ মডেল স্কুলের পরিচ্ছন্নতা কর্মী (আয়া) হিসেবে কর্মরত। আর অভিযুক্ত ওই যুবদল নেতার নাম মো.সোহেল (৪০) তিনি সাভারের মজিদপুর এলাকার মৃত হেলালের ছেলে।
অভিযোগ পত্র সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে বাচ্চাদের খেলা নিয়ে বিবাদ হলে ভুক্তভোগী আম্মাজানের মেয়ে লিপি সুলতানা (২৬) কে মারধর করে ওই দম্পতি। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের হস্তক্ষেপে সমাধান হলেও আজ সকালে ভুক্তভোগী আম্মাজান স্কুলে পরিচ্ছন্নতার কাজে গেলে অভিযুক্তরা তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তাকে উদ্ধার করতে আসলে স্কুলের অধ্যক্ষের শ্বশুর মো. কাইয়ুমকেও মারধর করে তারা। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক হাসান সিকদার বলেন, মারধরের লিখিত অভিযোগ সত্যতা পেয়ে রাতেই মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা সোহেল কে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নাম্বার ৮৫ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।