সোনাগাজীতে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ।

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯শে মার্চ (বুধবার) দিনব্যাপী খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণকালে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার এর সভাপতিত্বে ও পৌরসভা প্রতিনিধি ইকবাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফোরামের সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, কার্য নির্বাহী সদস্য ইমাম হোসেন সেলিম, আজীবন সদস্য আমির হোসেন সোহেল, জেলা প্রতিনিধি সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন প্রমূখ।
এসময় সোনাগাজী পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, সদর প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ, চরদরবেশ প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, উপজেলা সমন্বয়ক ও আমিরাবাদ প্রতিনিধি মোঃ ছালাহ উদ্দিন, মতিগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ রিয়েল, চরছান্দিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম মামুন, নবাবপুর প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব সহ বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম সৌদি প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ, শীতের সময় শীতবস্ত্র, রমজানে খাদ্য ও ইফতার সামগ্রী, ইমাম মুয়াজ্জিন ও এতিমদের উপহার সামগ্রী বিতরণ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সহায়তা সহ নানানরকম মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।