গত ০৬ মার্চ সোমবার রাত আটটার সময় নুরউদ্দীন বাজারের পশ্চিম পাশে শওকত মিয়ার প্রজেক্টের পাশে মোহাম্মদপুর ইউনিয়ন এবং চরক্লার্ক ইউনিয়ন এর বর্ডার সংলগ্নে কিছু সন্ত্রাসী আকর্ষিক হামলা করে বেছু নামের এক গরু ব্যাবসায়ীর উপর। জানা যায় সে অত্র গ্রামের গরু ব্যাবসায়ী মাইন উদ্দিন ব্যপারীর বড় ছেলে।
সোমবার ছমির হাট থেকে গরু বিক্রি করে আসার সময় পরিকল্পিত ভাবে একদল,সন্ত্রাসী গুরুতরভাবে আহত করে। তার সাথে থাকা গরু বিক্রির টাকা ও মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। ঐ রাস্তায় যাওয়ার এক অটোরিকশা চালক
বেছুর আহত শরীর দেখে লোকজন ডেকে, বেছু কে উদ্ধার করে চিকিৎসার জন্য মাইজদী হাসপাতালে নেওয়া হয়। বেছুর আহত শরীর দেখে ডাক্তারগণ দ্রুত সময়ের ভিতরে বেছু কে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মুমূর্ষু অবস্থায় বেছু ব্যাপারীকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ মার্চ বি এন কে হসপিটালে মারা যায়।
উক্ত ঘটনা সম্পর্কে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী বলেন ঘটনাটি আমি শুনেছি। এর সত্যতা যাচাই-বাছাই করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।