সুবর্ণচরে তরমুজ চাষীদের কপালে চিন্তার ভাঝ

গত কয়েকদিনের টানা বর্ষণে তরমুজ চাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে।  নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় গত বেশ কয়েকবছর তরমুজের বাম্পার ফলন হয়ে আসছে। লাভবান হয়ে আসছে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষরা। তরুণ অনেকেই তরমুজ চাষ করে নিজেদের সাবলম্বী করে তুলেছে। কৃষকের মুখে তরমুজ চাষ করে হাসি ফুটে।
প্রতিবছরের মতো এইবারও ভালো তরমুজের ফলন হয়েছে সুবর্ণচরে। তরমুজ বিক্রি করার আগমুহূর্তে টানা বৃষ্টিতে তরমুজ ক্ষেতে পানি জমে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় দিন পার করছে।
আসন্ন রমজানের তরমুজ বিক্রি করে লাভবান হবে বলে আশা করলেও এখন লসের চিন্তায় ঘুম হারাম হচ্ছে কৃষকদের।
কৃষকরা এরজন্য সরকারের ভর্তুকি আশাকরছে বলে জানিয়েছেন এলাকার বেশ কিছু চাষী।