নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাব।
আজ রবিবার (১০ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় কেরানীগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দিন সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্য সাংবাদিকরা বক্তৃতায় প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন,পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে আর কত সাংবাদিকদের প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে, বক্তারা সতর্ক করে বলেন,এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক শাহিন কোষাধক্ষ শামসুল ইসলাম সনেট,দফতর সম্পাদক ইমরুল কায়েস,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন কার্যনির্বাহী সদস্য সাইদ,আরিফ,প্রচার সম্পাদক রানা আহমেদ,প্রমূখ।