বামনা প্রতিনিধি:বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে গোপণ বৈঠক চলার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে বামনা থানা পুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও ক্রেস্ট জব্দ করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) রাত ৮টায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিবিরকর্মীদের আটক করে বামনা থানা পুলিশ। আটককৃতরা হলেন-পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬), একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (১৭) ও বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার (২৪), বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬) এবং গোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ও মাদরাসার সদ্য পাশ করা এস.এস.সি/দাখিল পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করার কথা বলে তাদেরকে ছোনবুনিয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসতে বলে,সেখানে গোপণ রাখে শিবিরের নাম শিক্ষার্থীদের জানায় সামাজিক সংগঠনের নাম, এর নেপথ্যে নামধারী কয়েকজন শিবিরকর্মী।
গতকাল রবিবার বিকাল থেকে শিবিরকর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিষয়টি বামনা থানা পুলিশকে জানায়। পরে বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৈ কের বিষয় নিশ্চিত হয়ে বৈঠক চলাকালীন সময় তাদেরকে আটক করে। বৈঠক থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই ও সম্মাননা ক্রেস্ট জব্দ করেন পুলিশ।
সম্মাননা নিতে আসা শিক্ষার্থী জাফ্রাখালী গ্রামের জাহিদ হাসান জানায়, আমাদের বামনা আলোকিত সমাজের পক্ষে সম্মাননা প্রদান করা হবে এই বলে এই প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যার দিকে আসতে বলে। তারা এসে দেখেন তাদের যে ক্রেস্ট দেয়া হবে প্রত্যক্ষ ভাবে দেখে তাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামসহ লোগ রয়েছে। যে সকল মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারা অনেকেই জানে না যে, এখানে শিবিরের বৈঠক, তারা না জেনে ঐ বিদ্যালয়ে ক্রেস্ট নিতে এসেছে বলে শিক্ষার্থীরা জানায়।
গোপণ বৈঠকে আটক হওয়া ওই ৬ শিবিরকর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা শিবিরের সক্রিয় কর্মী বলে নিজেদের দাবি করেন।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন বলেন, আমরা গোপন সংবাদ পেয়েছি বামনা থানাধীন ছোনবুনিয়া নামক স্থানে কিছু শিবিরকর্মী গোপণ বৈঠকে মিলিত হয়েছে। আমরা তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এসময় তাদের কাছ থেকে ছাত্রশিবিরের লোগ সম্বলিত জিহাদী বইসহ ক্রেস্ট উদ্ধার করি।এবং উদ্ধার শেষে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।