শান্তি সমাবেশে দলে দলে নেতাকর্মীরা আসছেন

তানভীর আহমেদ সাকিব:বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদিতে দলে দলে নেতাকর্মীরা আসছেন বিভিন্ন স্থান থেকে। আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

ইতিমধ্যে মঞ্চের সামনে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শান্তি সমাবেশে ক্ষমতাসীনরা জনসমুদ্রের প্রত্যাশা করছে। তিন সংগঠনের এ সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীকে টানার টার্গেট রয়েছে তাদের।

সমাবেশের আগে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন।

অন্যতম আয়োজক সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সমাবেশে লোকে লোকারণ্য হবে।’ এই সমাবেশে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ হবে বলে তার বিশ্বাস।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে এ সমাবেশে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি থানা ও ওয়ার্ডে ভোর থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর প্রবেশদ্বারগুলোতে থেকে থেকে হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ।