শামসুল আলম টগর: শহীদ উদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের চারণ সাংবাদিক। তৃণমূল থেকে দেশ ও জাতির কল্যাণকর তথ্যসমৃদ্ধ সচিত্র সংবাদ তুলে আনতে না-পারলে সেদিন তাঁর ঘুম হতো না। ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতার বাইরে, যে-কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম, অব্যবস্হাপনা, দূর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, জোর-জুলুমের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ কলম যুদ্ধ তাঁকে চির স্মরণীয় করে রেখেছে সবার অন্তরে।
শহীদ উদ্দিন চৌধুরীর চতূর্থ মৃত্যু-বার্ষির্কী উপলক্ষে ২৮ মার্চ ২০২৩ তারিখ (মঙ্গলবার) চন্দনাইশ প্রেসক্লাব, স্হানীয় সংবাদকর্মীদের অন্যান্য সংগঠন ও বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের বিবৃতি ও আলোচনায় এলাকার বিশিষ্টজনরা এ অভিমত ব্যক্ত করেন।
চন্দনাইশ প্রেসক্লাব : চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার সভাপতি মাষ্টার নুরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ-এর চন্দনাইশ প্রতিনিধি এস এম মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)`র সদস্য ও চন্দনাইশ প্রেসক্লাব-এর নির্বাহী সভাপতি শামসুল আলম টগর, চনদনাইশ প্রেস ক্লাবের প্রচার- প্রকাশনা সম্পাদক ও দৈনিক ইনকিলাব-এর চন্দনাইশ সংবাদদাতা এম এ মহসিন এক বার্তায় চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের চারণ সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী`র চতুর্থ মৃত্যু-বার্ষিকিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।
চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের জীবনের সকল-গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ইতোপূর্বে চারণ সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর এক স্মরণ সভায় চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সাংসদ-সদস্য নজরুল ইসলাম চৌধুরী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর স্মৃতি রক্ষায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী মোড়কে `সাংবাদিক শহীদ উদ্দিন চত্বর` ঘোষণা করেন এবং দোহাজারী প্রেসক্লাবে সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর নামে লাইব্রেরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
দোহাজারী প্রেসক্লাব: দোহাজারী প্রেসক্লাব-এর সভাপতি আবদু রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু, সহ সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম,
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিঞা মোহাম্মদ ইউসুপ চৌধুরী, সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ শিবলী সাদেক কফিল চারণ সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেছেন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।
উল্লেখ্য, সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী দৈনিক সমকাল ও দৈনিক আজাদীর চন্দনাইশ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় গ্রামের এয়াকুব আলী চৌধুরীর দ্বিতীয় পুত্র।