লালপুরে পাকাকরণ রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন- এমপি বকুল।

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে নবীনগর মেইন রাস্তা হতে শিবনগর অভিমুখে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) বিকালে পাকাকরণ রাস্তা কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া)।
আরও উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুল হক লালপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী, অধ্যক্ষ মোঃ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ.স.ম মাহামুদুল হক( মুকুল) মোঃ আমিনুল ইসলাম (জয়) যুগ্ম সাধারণ সম্পাদক লালপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ তোফাজ্জল হোসেন (তোফা) চেয়ারম্যান দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ, মোঃ তৌহিদুল ইসলাম বাঘা সাধারণ সম্পাদক লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ রোকনুল ইসলাম লুলু গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা বদিউর রহমান (বদর), এস এম আনিসুজ্জামান বাবু, মোহাম্মদ আলী প্রমুখ।

প্রধান অতিথি এমপি বকুল বলেন, লালপুর উপজেলায় ১২০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ করেছি, সামনে আরও বাদবাকি রাস্তা পাকাকরণ করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে সকলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই,যেন কোন অশুভ শক্তি ক্ষমতায় এসে দেশের মানুষকে অশান্তিতে না রাখে। করোনাকালীন সময়ে সরকার সকলের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য ঈশ্বরদী ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবণ নির্মাণ করা হয়েছে। আগে যারা বলত ধানের শীষে ভোট দিবো পেট ভরে ভাত খাবো কিন্তু তারা ভুল বুঝতে পেরে এখন শেখ হাসিনার সরকারের উন্নয়ন দেখে আর ধানের শীষে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দিচ্ছে। কারণ সরকার বিধবাভাতা, বয়স্কভাতা,মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি কার্ড করার ফলে মানুষ এখন সুখেশান্তিতে বসবাস করছে। কিন্ত স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে,তাই শেখ হাসিনার উপর আস্হা রেখে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে থাকার আহবান জানায়।