নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাট এর ২২-২৩ বর্ষের শেষ সভা ক্লাব প্রেসিডেন্ট ডা.মোঃ জয়নাল আবেদীন মুহুরীর সভাপতিত্বে চিটাগং ক্লাবে অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আকবর হোসেন(প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ চিটাগাং), মাসুদুর রহমান ( প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল), কোহিনুর আক্তার (প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রিভার শাইন), ডা. এম এ করিম (প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বেঙ্গল সিটি)। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট জোবায়ের হোসেন শিবলী, পাস্ট প্রেসিডেন্ট ডা. কামাল হোসেন জুয়েল, ট্রেজারার হাবিবুল্লাহ পাশা।
উক্ত সভায় ২০২২-২০২৩ রোটা বর্ষের সকল প্রকল্প এবং কার্যক্রম গুলো তুলে ধরা হয়। এসব প্রকল্পের মধ্যে ছিল আল বয়ান এতিমখানা সংস্কার ও এতিম বাচ্চাদের ভরণপোষণে সহযোগিতা করা, বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং বেকার যুবকদের সাবলম্বী হওয়ার জন্য ফটিকছড়ি উপজেলায় ‘ক্যারিয়ার ফিয়েস্টা’ আয়োজন করা। এসময় উপস্থিত সকলেই ক্লাবের সকল প্রকল্প ও প্রেসিডেন্টের কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও যারা উক্ত বছরের সকল প্রকল্প গুলোতে অসামান্য অবদান রাখেন তাদেরকে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী রোটাবর্ষ ২০২৩-২৪ এর প্রেসিডেন্ট সাদমান সাঈকা সেফা এর জন্য শুভকামনা জানিয়ে প্রেসিডেন্ট সভার সমাপ্তি ঘোষণা করেন।