তানভীর আহমেদ সাকিবঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
আজ ১২ই ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সংস্থার রাজশাহী জেলার কার্যালয় মুরারীপুর,অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, লায়ন এস এম এ মান্নান, সভাপতি, লায়ন্স ক্লাব রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ আইউব আলী হাওলাদার,মহাসচিব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা।অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,ওলিউর রহমান বাবু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও বিশিষ্ট সমাজকর্মী রাজশাহী।রফিকুল ইসলাম বাবু, ইউপি সদস্য ১ নং ওয়ার্ড, দামকুড়া ইউনিয়ন পরিষদ, পবা,রাজশাহী। মোসাঃ রেহেনা বেগম টুকু ইউপি সদস্য ১,২,৩ নং ওয়ার্ড, সংরক্ষিত মহিলা আসন’দামকুড়া ইউনিয়ন পরিষদ, পবা,রাজশাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ রাজশাহী জেলার দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠান রাজশাহী জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও খাবার বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হয়।