রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরন

বিশেষ প্রতিবেদক, তানভীর আহমেদ শাকিব:
রাজশাহী জেলা প্রশাসক কর্তৃক পাওয়া জিআর চাল ১০০ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ কেজি করে বিতারণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা  রাজশাহী জেলা শাখা।,
রবিবার ২ জুলাই সকাল ১১ ঘটিকায়  পবা উপজেলার (হরিপুর ইউনিয়ন) সংস্থার নিজ কার্যালয় জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা শুরু হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহা-সচিব জনাব,মোঃ আইউব আলী হাওলাদার,
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখাকে মডেল শাখা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। যাতে করে রাজশাহী জেলার সকল অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কোন ভাবে অবহেলিত না থাকে সে জন্য কাজ করে যাবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখা।
তিনি আর বলেন, আমার যথেষ্ট চেষ্টা করছি দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানে উন্নয়ণের জন্য ও  দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্ণবাসনের জন্য তাদেরকে  নানাভাবে সাহায্য করে থাকি , হকারি সাহায্য, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃওি, সেলাই মেশিনসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতারণ করে থাকি।এছাড়াও প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলার হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়াও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোসাঃ জরিনা খাতুন,সাধারন সম্পাদক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখা।