স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের জন্য কাল এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল সকাল ৯টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলি, গ্রিনওয়ে, পেয়ারাবাগ ও ইস্কাটনের দিলু রোডসংশ্লিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
উল্লেখ্য, আজ মঙ্গলবারও এসব এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছিল তিতাস। গতকাল সোমবার তারা জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না।