রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন অাল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারী মাসে
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার অাল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মঙ্গলবার (২৮ মার্চ) রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম-এর সভাপতিত্বে গত ফেব্রুয়ারী মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল সাংবাদিকদের এতথ্য জানিয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (২৮ মার্চ) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জের ফেব্রুয়ারী ২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা কুড়িগ্রাম ও শ্রেষ্ঠ  পুলিশ সুপারের গৌরব অর্জন করে কুড়িগ্রামের পুলিশ সুপার অাল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এস এম রশিদুল হক পিপিএম সহ রংপুর রেঞ্জ অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।