যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি

এস,এম,আল,ইমরানঃ আজ,১৬ই অক্টোবর সোমবার বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত যুব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি সহ সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের ঢল।

নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশ এক পর্যায়ে কাকরাইল মোড়,নটরডেম কলেজ, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড় পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উক্ত সমাবেশে যুবদলের ইতিহাসে সর্ববৃহৎ শোডাউন দিয়ে রেকর্ড সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের।নবনির্বাচিত কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে ২৪টা থানা এবং ৮১ টা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

এই সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নাসহ কারা অভ্যন্তরীন নেতৃবৃন্দের মুক্তির দাবি সম্বলিত ব্যাপক ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল।

উক্ত সমাবেশে ঢাকা ডেইলি প্রতিনিধিকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানান”আমরা এই যুব সমাবেশের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে গলা টিপে হত্যা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট ও মাফিয়া চক্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিসহ। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ এই অবৈধ মাফিয়া সরকারকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।