মোরেলগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়েপিএফজি উপজেলা কমিটির সভা

 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” এ প্রতিপাধ্য বিষয়কে সামনে রেখে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সভা অনুষ্ঠিত।

 

মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিজোদ্ধা কমপ্লেক্সে দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আজমিন নাহার, উপজেলা বিএনপি সভাপতি মো. শহিদুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা খ.ম. লুৎফর রহমান ও দি-হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট জেলা কো-অডিনেটর সুকমল মন্ডল।

 

মোরেলগঞ্জ উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আজিজের সঞ্চলনায় বাগেরহাট সদর কো-অডিনেটর এস,কে,এ, হাসিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। মোরেলগঞ্জ উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এমডি এবি সিদ্দিক, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, সিপিপি কৃষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লাকী, ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক আবুল কালাম খান, বাগেরহাট জেলা রোভার স্কাউটস্ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন শেখ।

এছাড়াও সভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজিত সভায় বক্তরা বলেন রাজনৈতিক সহিংসতা বর্জন করে অহিংস রাজনীতি ছাড়া দেশ ও জাতির কল্যান সম্ভব নয়।