মিরপুরে বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার ছিড়েঁ শিশু সহ ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃরাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মিরপুর ১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন। জানা গেছে, তাদের মধ্যে তিনজন একই পরিবারের। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।