নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মো. সেলিম রেজা বাবু@ টেম্পু নামে এক আসামীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন,জেলার শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের মোঃ আকবর আলী @ একবর @ দুখু’র ছেলে মো. সেলিম রেজা @বাবু@ টেম্পু।
মঙ্গলবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৩ জুলাই রাত সোয়া ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জি.আর মামলা নাম্বার ৭৭/১৯ (শিবগঞ্জ) এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারা মোতাবেক মাদক মামলায় ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সেলিম রেজা @বাবু@ টেম্পু’কে আটক করে।
পরবর্তীতে আটককৃত সাজাপ্রাপ্ত আসামীকে জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।