জবি প্রতিনিধি
দেশে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে দৃষ্টান্তমূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতস্বরূপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩০-৬০ বেড ক্যাটাগরীতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার জিতেছেন
বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র- বারাকা। দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত ৩৬৪টি মাদক নিরাময় কেন্দ্রের মধ্যে বারাকা ১ম স্থান অর্জন করে।
রোববার (৩০ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যেে আয়োজিত এক অনুষ্ঠানে বারাকার
পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি এর হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল।বএর আগে গতবছর বারাকা মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সেরা প্রতিষ্ঠান হিসাবে ২য় স্থান, ২০১৬ সালে ৩য় স্থান এবং ২০১২ সালে ২য় স্থান অর্জন করে।
বাংলাদেশ সরকার মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম উন্নত করার লক্ষ্যে বেসরকারী মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সরকারী আর্থিক অনুদান প্রদান করে। বারাকা ২০১৯-২০ অর্থবছরে দুই লক্ষ টাকা, ২০২০-২০২১ অর্থবছরে এক লক্ষ সত্তর হাজার টাকা, ২০২১-২০২২ অর্থবছরে সাত লক্ষ টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে পাঁচ লক্ষ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে সরকার থেকে অনুদান গ্রহণ করে।
উল্লেখ্য, কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয়
প্রকল্প বারাকা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে অলাভজনকভাবে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে যাচ্ছে। এটি বাংলাদেশে প্রথম পুনর্বাসনভিত্তিক চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করে।