মধ্যরাতে ভিপি নুরের বাসায় ডিবি পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট :ডাকসু সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এমনটিই অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বলছে, দরজা ভেঙে নুরের বাসায় প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় তারা। অভিযান শেষে বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।

এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। একই সময়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকে ও তুলে নিয়ে যায় সাদা পোশাকে। গণঅধিকার পরিষদ এই বিষয়টি জানালেও ডিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।