কেরানীগঞ্জ,ঢাকা,প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত ভোর রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চন্দিপুর চৌরাস্তা সড়কে পুলিশের চেক পোস্টে তল্লাশি’কালে একটি মাইক্রোবাস চেকপোস্ট ওভার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে এসময় দুই ডাকাত পালিয়ে যায়। ভিতরে থাকা ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ডাকাতরা হলেন হলেনঃ কামাল হোসেন (৫০), নান্নু বেপারী (২৬), বিপ্লব (৩২) ও রানা আহমেদ ওরফে লাভলু (৫০)।
গ্রেফতার সময় ডাকাতদের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৩০টি ককটেল ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
উক্ত বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪/৪৩, তারিখঃ ০২/০২/২০২৫।পূর্বেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে,বলে জানান
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান, তিনি আরো বলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চন্দিপুর চৌরাস্তা সড়কে চেকপোস্ট চলা কালিন তল্লাশি কালে ৩০ টি ককটেল,দেশীয় অস্ত্র ও ১ টি মাইক্রোবাসসহ আটক করা হয়। আটককৃত আসামীরা ডাকাতি প্রস্তুতি নিয়ে যাচ্ছিল ডাকাতি করতে এবং ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসা মতে স্বীকার করেছেন। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে,৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে।