বিনোদন প্রতিবেদকঃ বাংলা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান ২০২৪ এ ভারতের পশ্চিম’বঙ্গের কলকাতা কলেশ্বর ও মুহুর্ত সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সন্মাননা পদক পেলেন বাংলাদেশী নাট্যকার সাংবাদিক ও অভিনেতা তাসলিম চৌধুরী,
এ ছাড়া ও অনুষ্ঠানে সন্মাননা পান কবি আসলাম সানি, কৌতুক অভিনেতা উত্তম অধিকারী,জনতার নিঃশ্বাস পত্রিকার বার্তা সম্পাদক,সাইফুল ইসলাম নয়ন সহ অনেকে।
অনুষ্ঠানে তাসলিম চৌধুরী বলেন,দুই বাংলার সাহিত্য সংস্কৃতি যে মায়া জাল আজীবন তা ঐক্যবদ্ধ থাকবে। ভারতের নিমন্ত্রণে আমরা যাবো, আমাদের নিমন্ত্রণে ওপার বাংলার বুদ্ধি জীবীরা আসবেন ওই প্রত্যাশাই করি।
অত্যন্ত সু-সজ্জিত ভাবে সাজানো জাহাজ, জল পরীতে, তিনদিন ব্যাপি কবিতা আবৃতি,নাচ,গান, কৌতুক করেন এপার ওপার বাংলার শিল্পীরা, নচিকেতার গান গেয়ে উপস্থিত সবার নজর কাড়েন তাসলিম চৌধুরী। পাশাপাশি কৌতুক করে মাতিয়ে রাখেন উত্তম অধিকারী,তিনি বলেন, আমার এই মহা মুল্যবান সন্মাননা ভাষা শহিদদের সৃতিতে উপসর্গ করলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আজিজুর রহমান, কবিও সাহিত্যেক শ্রী শংকর, কলামিস্ট ও গবেষক বাসুদেব মুখার্জি, কবি ও সাহিত্যিক ডক্টর অমৃত লাল অধ্যাপক বুদ্ধিজীবি অরুন অধিকারী, শিক্ষা বিদ আরশাদুর রহমান,সাহিত্যিক নৃপেন্দনাথ শিকদার। বানী বিথিকা পত্রিকার সম্পাদক টুলু সেন,
এ ছাড়া অনুষ্ঠানে বই মেলায় বই এর মোড়ক উন্মোচিত হয়, কবিতার বই,মিষ্টি দৃষ্টি,লেখিকা টুলু সেন ,কবিতার বই শিকড়ের টানে,লেখক নৃপেন্দ্রনাথ শিকদার, কবিতার বই, আমার ভুবন,, গল্পের বই,মুহুর্ত,,স্বপ্নের ফেরিওয়ালা,,গল্পের বই,,গোস্ট বিহার মেলা,বাসুদেব,,শিক্ষাবিধ মহুয়া,,নবনিতা মৈত্র,,পৌলমিতা চক্রবর্তী,, টুলু সেনের সহযোগিতায় মন মুগ্ধকর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।