বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত প্রচার সম্পাদক জুনাইদ

নিজস্ব প্রতিবেদক:একজন পরিশ্রমী কর্মী থেকে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সরব ভূমিকা রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রচার সম্পাদক হলেন গাজীপুরের কৃতি সন্তান সিদ্দিকী জুনাইদ আবু বকর।

গত শুক্রবার (২৪ আগষ্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৫৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির নেতাকর্মীরা মন্তব্য করেন, সিদ্দিকী জুনাইদ আবু বকরকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অন্তভুক্ত করে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে। তার এই মূল্যায়নে তৃনমুল পর্যায়ের তরুন ও মেধাবী ছাত্রনেতাদের মধ্যে খুশির জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা স্টাট্যাসের মাধ্যমে তা প্রকাশিত হয়েছে।

সিদ্দিকী জুনাইদ আবু বকর জানান, আমাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি আগামীর রাষ্ট্র নায়ক তরুণ প্রজন্মের অহংকার দেশনায়ক তারেক রহমান সহ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান করতে বর্তমান ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের ছাত্রদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করতে অতীতের ন্যায় রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।নতুন কমিটির নেতৃত্বে,আন্দোলন আরো বেগবান হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষে সবাইকে প্রস্তুতি নিতে হবে।