বুটেক্স প্রতিনিধিঃবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে(বুটেক্স) নিয়োগ বিজ্ঞপ্তিতে ভুল লক্ষ্য করা গেছে। সম্প্রতি ২০টি শূণ্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধিমালা অনুসরণ না করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কতৃপক্ষ।
গত ১৭ সেপ্টেম্বর,২০২৩ তারিখে বিশটি শুণ্য পদের জন্য বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরি মজুমদার সাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এবং গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক-১টি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), বাজেট এন্ড একাউন্টস অফিসার-১টি, ডেভেলপমেন্ট অফিসার -১টি, মেডিকেল অফিসার -১টি সহ আরো ১৬টি পদের নিয়োগের বিধিমালা উল্লেখ্য থাকে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, অফিসার পদের জন্য অভিজ্ঞতা বলতে সংশ্লিষ্ট কাজে নুন্যতম ২ বৎসরের অভিজ্ঞতার কথা উল্লেখ থাকে। এতে কোন প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সেটি উল্লেখ নেই। অপরদিকে বিশ্ববিদ্যালয় বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাজে সরকারি,আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে।
এছাড়া শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেটে পাশ হয়। উক্ত বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে পুরনো নীতিমালা অনুসরণ করে।
বিজ্ঞপ্তিতে ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরি মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা ভুল গুলো লক্ষ্য করেছি গত ৩ অক্টোবরের দিকে। গত ৩ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হওয়াতে সংশোধনী দেওয়া সম্ভব হয়নি।” ইচ্ছাকৃত ভুল কিনা এবং এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এইটা আমাদের ইচ্ছাকৃত ভুল হয়নি। বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কতৃপক্ষ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।”
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সাঈদুজ্জামান বলেন, “বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। এ নিয়ে ইতিমধ্যে উপাচার্য স্যারকে সাথে কথা হয়েছে আমাদের। যেসব আবেদন বিশ্ববিদ্যালয়ের নিয়মের সাথে সংগতিপূর্ণ হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং স্যার আমাদের আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিয়োগের যথাযথ নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।