বিধবা নারীর বসতবাড়ি ভাংচুরের অপরাধে আসামি লিটন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি 
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শহিদুল ইসলামের স্ত্রী বিধবা মাহিনুর আক্তার(৩৬)এর
বসতবাড়িতে দেশীও অস্ত্রসহ সাইদুল ইসলাম লিটন(৩৫),নেতৃত্বে বাদশা মৃধা(৫৫) পিতাঃ সামসুল হক মৃধা, রাশিদা বেগম ওরফে রিনা(৩০) স্বামী  আঃ আজিজ সহ অজ্ঞাত ৩/৪ জন  অনধিকার প্রবেশ করে বসতবাড়ি  ভাঙচুর ও মারধর করেন।
উক্ত ভাঙচুরের বিষয় গতকাল ১২ ই জুলাই ২০২৩ইং তারিখ বিধবা মাহিনুর আক্তার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।উক্ত মামলার ধারাবাহিকতায় গতকাল ১৩ই জুলাই সন্ধ্যা ৬টার সময় নগরীর রুপাতলী গোল চত্বর থেকে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম লিটনকে বাকেরগঞ্জ থানার এস আই ফারুক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসেন।এবং বরিশাল জেল হাজতে প্রেরণ করেন।
আসামি গ্রেপ্তারের বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১ নাম্বার আসামি লিটনকে রুপাতলী থেকে  গ্রেফতার করতে সক্ষম হয়েছি, এবং অন্য-অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।