বামনা (বরগুনা) সংবাদদাতাঃ
বরগুনার বামনা উপজেলা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ ০৮ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ১১০, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসমিন, ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, নজরুল ইসলাম জমাদ্দার, সাইদুর রহমান সবুজ, উপজেলা আওমীলীগের সহ-সভাপতি হাজী ইউসুফ আলী হাওলাদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলায় একহাজার কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
কৃষক আফজাল বলেন, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির বীজ-সার পেয়েছি। বীজ দিয়ে ইতিমেধ্য বীজতলা তৈরি করেছি। আগামী ২৫/২৬ দিনের মধ্যে এ চারা দিয়ে ক্ষেতে রোপা আমনের চাষাবাদ করব। সরকারের এ সহায়তায় অন্তত ১ বিঘা জমিতে ধানের আবাদ করে রেমালের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারব। কৃষি অফিস যে ভাবে পরামর্শ প্রদান করেন; সেভাবেই কাজ করছি।