জহিরুল আলম রুমি, বামনা প্রতিনিধি:
বরগুনার বামনায় শনিবার গভীর রাতে ১৯ পিছ ইয়াবা সহ তিন জনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো বুকাবুনিয়া গ্রামের কালাম জোমাদ্দারের পুত্র নাজমুল হোসেন (৩২),নিজআমতলী গ্রামের স্বপন জোমাদ্দাদের ছেলে মাহমুদ (১৬), ও গনি জোমাদ্দারের পুত্র মোঃ জনি( ১৬)।
বামনা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে নিজআমতলী এলাকার মূল সড়ক হইতে মাদক কেনাবেচার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন তাদের বিরুদ্ধে মাদক আাইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।