বামনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৩ এর শুভ উদ্ভোধন,

জহিরুল আলম রুমি-বামনা (বরগুনা)প্রতিনিধিঃবরগুনা বামনা উপজেলার সোনাখালী-নিজআমতলী বাজার সংলগ্ন মাঠে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি বর্গের সমন্বয়ে মাদক ও মোবাইলের প্রতি আসক্ত না হয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

আজ সোমবার ২৪-০৭-২৩ তারিখ উপজেলার নিজামতলী মাঠে,প্রধান অতিথি বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইতুল ইসলাম লিটু মৃধা,উক্ত খেলার শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রেসকাবের সাধারন সম্পাদক নাসির মোল্লা, সার্বিক সহযোগিতায় ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট সমাজ সেবক অস্ট্রেলিয়া প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ, স্থানীয় ইউপি সদস্য জহিরুল আলম রুমি, মানজুরুল হক বাক্কী, রুবেল হোসেন, কবির হোসেন, হাবিবুর রহমান হাবিব, মোঃ আজাদুল হক হিমু, আঃ রহমান মল্লিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আলমগীর, কামাল পঞ্ছায়েত, মাহবুবুল আলম টুকু, আমাদের পাঠশালার নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন বামনা বন্দু মহল একাদশ বনাম বামনা কলেজ ছাত্রলীগ একাদশের মধ্যে ট্রাইব্রেকারে বন্দু মহল একাদশ জয়লাভ করে। খেলায় স্থানী অভিভাবক ও সাধারন জনগন সতঃস্ফুর্থ ভাবে খেলাটি উপভোগের সাথে জানায় এ ধরণের আয়োজন সোনাখালী-নিজআমতলী মানুষ প্রতিবছর আয়োজন করা হউক। এলাকার উঠতি বয়সী ছেলেরা মাদক ও মেবাইলকে না বলুক এটাই আমাদের কাম্য।